Wellcome to National Portal
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মে ২০১৮

পার্বত্য শান্তিচুক্তি ও উন্নয়ন এক ও অভিন্ন: বীর বাহাদুর উশৈসিং


প্রকাশন তারিখ : 2018-04-22

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর   পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল বলেই এ এলাকার উন্নয়নের পথ প্রসস্থ হয়। মানুষ শান্তিতে বসবাস করছে ও উন্নয়নের মুলস্ত্রোতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তাই পার্বত্য শান্তিচুক্তি ও উন্নয়ন এক ও অভিন্ন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

 
আজ বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
বীর  বাহাদুর উশৈসিং আরো বলেন, বর্তমান  সরকার পাহাড়ের মানুষকে শুধু স্বপ্ন দেখায়না, তা বাস্তবায়নও করে। যার ফলে দুর্গম পাহাড়ি এলাকা আজ সবক্ষেত্রেই আলোকিত।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, ৩৮ ব্যাটালিয়ানের জোনাল কমাল্ডিং অফিসার লেঃ কর্ণেল হাবিবুর হোসেন , বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু ,থানচি উপজেলা চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মা প্র্মুখ।
 
 উল্লেখ্য, বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ের করুনা শিশু সদন অনাথালয় ভবন ও ৫০ লক্ষ টাকা ব্যয়ের আইল মারাপাড়া বৌদ্ধ বিহারের ২য় তলা উদ্বোধন করা হয়।