স্বাধীনতা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে দেশী বিদেশী পর্যটক আকর্ষণে পর্যটন তিন দিন ব্যাপি বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটির সাজেক থেকে শুরু হয়ে খাগড়াছড়ি রাঙ্গামাটি সদর হয়ে বান্দরবানের চিম্বুক এ প্রতিযোগিতা শেষ হয়। মোট ৪২ জন প্রতিযোগি ২৩০ কিলোমিটার পাহাড়ী পথে এ সাইকেল প্রতিযোগিতায় অংশ নেয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে প্রথমবারের মত এ প্রতিযোগিতার আয়োজন করে।
গতকাল বান্দরবান স্টেডিয়ামে বাইক প্রতিযোতায় বিজয়ীদের মধ্যে এক পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পুরস্কার বিতরণ কালে বলেন, পার্বত্য চট্রগ্রামে পর্যটন শিল্প বিকাশে বর্তমান সরকার নানামুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে । এর ফলে উন্নয়নের মহাসড়কে পার্বত্য চট্রগ্রামবাসী সক্রিয় ভাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে । সাথে সাথে এ শিল্পের মাধ্যেমে তারা আত্ম কর্মসংস্থানের সুযোগ পেয়ে স্বাবলম্বী হতে পারছে ।
মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস – চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী এবং বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের সাধারন সম্পাদক মশিউর খন্দকার।
উল্লেখ্য, বাইক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো: আলাউদ্দিন ৮০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী আবু আব্দুল্লাহ ৬০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধীকারী মেহেদী হাসান ৪০ হাজার টাকার পুরস্কার গ্রহণ করেন।