রাংগামাটি, ১৯ জানুয়ারি ২০১৮
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেমিলে দেশ স্বাধীনের পর এখন তারই ক্ণ্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে উন্নীত হচ্ছে।
এসময় তিনি বলেন, ভাল মানুষ হতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই যেমনিভাবে ভদন্ত নন্দবংশ থেরো থেকে মহাথেরো হয়েছেন। বুদ্ধ মানে জ্ঞানের ধর্ম, তাই বুদ্ধের নির্দেশনা আমাদের অনুসরন করতে হবে।
বীর বাহাদুর আরো বলেন, শেখ হাসিনার সরকার দেশে সকল সম্প্রদায়ের স্ব-স্ব ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আজ রাংগামাটি পাবত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক থেরবাদী বিদর্শনাচার্য তদন্ত নন্দবংশ থেরো এর মহাথেরো বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক বনশ্রী মহাথেরো সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজনিকায় ৬ষ্ঠ সংঘনায়ক উ. ঞানা ওয়াইনসা মহাথেরো, খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা ও পরিচালক উ.পঞ্ঞা চক্ক মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহা-সচিব অধ্যাপক ড. প্রণব কুমার বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি প্রমথ বড়–য়া, : বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহা-সচিব ভদন্ত বোধিমিত্র মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ড. কল্যাণপ্রিয় থেরো, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা প্রমুখ।