‘‘বঙ্গবন্ধুর জন্মদিন:রঙ ছড়ানো আলো,লাল সবুজের বাংলাদেশ থাকবে শিশু ভালো ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবানে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে মিলিত হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা,রচনা প্রতিযোগিতা,চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্টান অনুষ্টিত হয়। পরে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
অনুষ্টানে জেলা প্রশাসক মো:আসলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবকসহ সরকারী বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।