পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী কল্প রঞ্জন চাকমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কল্প রঞ্জন চাকমার অসামান্য অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামবাসী একজন নিবেদিতপ্রাণ, নির্ভীক ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। কল্প রঞ্জন চাকমার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
বীর বাহাদুর উশৈসিং কল্প রঞ্জন চাকমার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কল্প রঞ্জন চাকমা আজ দুপুর ১২.৪০ টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।