বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে গতকাল ৬ দিনব্যাপী এস.এম.ই মেলা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন কারুকাজ সমৃদ্ধ হস্তশিল্প বাংলাদেশ এর গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানী হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন তথা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশীয় এ সমস্ত পণ্যের বিশেষ অবদান রয়েছে। তাছাড়া ঐতিহ্যগতভাবে সমাদৃত এসব পণ্যের ব্যবহারে পার্বত্য অঞ্চলের মানুষের বৈচিত্রময় জীবনধারায় ব্যাপক পরিবর্তন আসছে।
জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পৌর মেয়র ইসলাম বেবী, বান্দরবান উইমেন্স চেম্বারের সভাপতি লাল সানি লুসাইসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০.০০ থেকে রাত ১০.০০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রতিদিন সন্ধায় পার্বত্য অঞ্চলের শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এ মেলায় পার্বত্য অঞ্চলে উৎপাদিত বিভিন্ন পণ্যের মোট ৫৬টি ষ্টল স্থান পেয়েছে।