Wellcome to National Portal
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০১৮

পার্বত্য চট্টগ্রাম প্রচলিত ও প্রথগত আইনের মধ্যে সমন্বয়ের আহ্বান


প্রকাশন তারিখ : 2018-07-25

পার্বত্য চট্টগ্রামে প্রচলিত আইনের পাশাপাশি বিভিন্ন প্রথাগত আইন ও বিধি বিদ্যমান রয়েছে। এই আইন সমূহের মধ্যে সার্বিক সমন্বয় সাধন করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য পার্বত্য তিন জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০০৮ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকে অবহেলিত ও পশ্চা পদ র্পাবত্য অঞ্চলে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়। র্বতমানে এখানে র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক ও অন্যান্য মন্ত্রণালয়ের প্রায় ৯ হাজার কোটি টাকার উন্নয়ন র্কমকান্ড পরিচালিত হচ্ছে। সরকারের এ উন্নয়ন র্কমকান্ডে প্রত্যন্ত ও তৃণমূল জনগোষ্ঠীর সম্পৃক্তার নিশ্চিতকরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।