আলীকদমে দু:স্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে-পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন,তিন পার্বত্য জেলার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় গত কয়েক বছরে এ অঞ্চলের মানুষের চাহিদা অনুযায়ী রাস্তা-ঘাট,কালভার্ট-ব্রিজ, মসজিদ,মন্দির,গির্জা,স্কুল-কলেজ-মাদ্রাসাসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে আরো উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার। শুক্রবার দুপুরে বান্দরবানের আলীকদম উপজেলার সদর ও নয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দু:স্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার নায়িরুজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারমম্যান শিরিনা আক্তার রোকসানা, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার ভুঁইয়া মাহাবুব হাসান, আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন, কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতথোং মুরুং, থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রায় ৯২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন আলীকদম সদর ইউনিয়ন পরিষদ ভবন উ্দ্েবাধন শেষে ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় রেষ্ট হাউজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেন।
পরে ৯২ লাখ টাকা ব্যয়ে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন শেষে দুস্থ ও বেকার নারীদের মাঝে ভিজিডি কার্ড, ঢেউটিন ও নগদ টাকা, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।